ফুসফুস ফুটো করে বেরিয়ে গিয়েছিল রড,করোনার আবহে বিরল অস্ত্রোপচার মালদহ মেডিক্যাল কলেজে
করোনা ভাইরাসের আবহে সফল অস্ত্রোপচার মালদহ মেডিক্যাল কলেজে। অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অজিত কুমার মৌলিক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটিতে এক তিন বছরের শিশু কন্যার বিরল অস্ত্রোপচার করে ফুসফুস ফুটো করে দেওয়া ১০ এম এম এর রড বের করেন।