সংসারের নুন জোটাতে পারেননি, শ্রম দিবসের পরের দিনই আত্মঘাতী শ্রমিক
মালদহ নিউজ ডেস্ক : লকডাউনের করণে সংসারে অনটন । সেই থেকে মানসিক অবসাদ দিন কাটত শ্রমিকের । পরিবারের নুন আনতে পান্তা ফুরাই সংসার চালানোই দায় হয়ে উঠেছিল মোহাম্মদ সানাউল্লাহের । কাজ না পেয়ে অনটন থেকে স্ত্রীর সাথে কথা কাটাকাটি হত । যদিও শেষ ভোরটা যে তার জন্য অপেক্ষা করেছিল সেটা হয়তো পরিবার থেকে গ্রামবাসীরা ভাবতে পারেননি। বাড়ির ঢিল ছোড়া দূরত্বে …