Home Video রবিবার সকাল থেকে মালদহ জেলা জুড়ে জনতা কার্ফু সফল হল

রবিবার সকাল থেকে মালদহ জেলা জুড়ে জনতা কার্ফু সফল হল

0 second read
0
397

রবিবার সকাল থেকে মালদহ জেলা জুড়ে জনতা কার্ফু সফল হল । এদিন সকাল থেকে বিষন্নতার ছায়া নিয়ে বাড়িতে বসে জনতা কার্ফু সফল করেন জেলাবাসী । তার সাথে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ আকারে বৃষ্টি নেমে আসায় করোনা ভাইরাসের কোপ থেকে বাচতে কেউ ঝুঁকি নিতে চাননি। শহর তো বটেই শহরতলীর গলি গলি ফাঁকা ছিল । শহর থেকে গ্রামের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে । দোকানপাট বন্ধ ছিল । গরু কুকুর ছাড়া রাস্তায় মানুষকে দেখা যাচ্ছিল না। তবে কিছু কৌতুহলী মানুষ রাস্তায় বেরলে পুলিশ তাদের ঘুরিয়ে দিয়েছে। তবে জনতা কার্ফুর বিকেলে করোনা ভাইরাস কে বিদায় জানাবার আহ্বান জানাতে এবং জরুরী পরিষেবা প্রদানকারীদের উৎসাহ বাড়াতে থালা, শঙ্খ ঘন্টা, ঢোল বাজিয়ে উল্লাস করেন বাসিন্দারা। পুরাতন মালদহ শহরে বেশকিছু গলিতে এধরনের উল্লাস লক্ষ্য করা গিয়েছে । পাশাপাশি হবিবপুর, গাজোল, বামনগোলা হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া, সামসি, মানিকচক, কালিয়াচক ইংলিশবাজার সহ জেলার বিভিন্ন প্রান্তে জনতা কার্ফুর ব্যাপক সাড়া পড়ে তার সাথে শঙ্খ উলুধ্বনিতে জরুরী পরিষেবা প্রদানকারীদের উৎসাহ দেওয়া হয়েছে। এদিন মির্জাপুর নিচু পাড়ায় শিশু থেকে মহিলা বয়স্ক সকলেই জনতা কার্ফুর বিকেলে পাঁচটা নাগাদ ঢোল বাজনা শঙ্খের সাথে উল্লাশ আনন্দে মেতে ওঠেন । তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের কথা শুনে আমাদের মন খারাপ হয়েছিল । এদিন একটু আনন্দ করলাম পাশাপাশি যারা করোনা বিরুদ্ধে লড়াই করছেন তাদের উৎসাহ বাড়িয়েছি । দেখুন সেই ভিডিও ।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In Video

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…