
প্রেস এজেন্সি ডেস্ক: সাফাই কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল মালদহের ইংলিশ বাজার শহর। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন সাফাই কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ হয়। শতাধিক মহিলাও পুরুষ সহকর্মীর জমায়েত করায় শহরের বৃন্দাবনে মাঠ এলাকায় উত্তেজনা ছড়ায়। কর্মীরা সাফাই এর গাড়ি আটকে বাধা দিলে পুলিশ লাঠিচার্জ করে। এতে মহিলা সাফাই কর্মীরা জখম হন। পুলিশের মারে কয়জন পুরুষ সাফাই কর্মীও জখম হয়েছেন। ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাফাই কর্মীরা। সাফাই কর্মী সংগঠনের সূত্র জানিয়েছে, তাদের পুনর্বহাল ও দাবি গুলি না মানলে পরবর্তীতে আন্দোলন হবে তবে দিনের পুলিশের নির্বিচারে লাঠিচার্জ তীব্র নিন্দা করেছেন। জেলা পুলিশের কর্তারা বলেন, জমায়েত এড়াতে ছত্রভঙ্গ করা হয়েছে। কোনও লাঠি চার্জ হয়নি।
