
প্রেস এজেন্সি ডেস্ক: বিজেপি না এলে মালদহের অবস্থা পশ্চিম বাংলাদেশের মতো হবে। বুধবার সকালে মালদহের মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে চায় পে চর্চা য় এসে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ বিজেপির জন অবজারভার তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন সকাল আটটার পর তিনি মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে একটি চায়ের দোকানের সামনে আড্ডায় বসেন। সেখানে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ সহ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সেই চর্চাই আগামী আন্দোলন কর্মসূচির পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুর চড়ান তিনি। চা খেতে খেতে সায়ন্তন বসু বলেন, মালদহকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে।বিজেপি না এলে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিম বাংলাদেশের মতো হবে। এটাই মূল বিষয় ছিল চায়ের চর্চাই। তিনি আরও বলেন, মালদহে প্রচুর মানুষ লকডাউন পিরিয়ডে বাইরে থেকে শ্রমিকের কাজ করে এসেছেন। তাঁরা আবার ফিরে চলে গেছেন। কেননা রাজ্যে কোনো কাজ নেই।কোনো শিল্প নেই। গত দশ বছরে একটা শিল্প গড়ে ওঠেনি। যদি হয়ে থাকে তা বোমার কারখানা। সায়ন্তন বসু সুজাপুর বিস্ফোরণ ঘটনায় এনআইএর তদন্তের দাবি জানান। তিনি বলেন, সুজাপুর বিস্ফোরণে অনেক দেহ লোপাট করা হয়েছে। আমরা এ নিয়ে এনআইএর তদন্তের দাবি জানাচ্ছি। সংসদ সদস্য বিজেপির খগেন মুর্মু বলেন, চায় পে চর্চা বিজেপির সংস্কৃতি। এদিন সাতসকালে মঙ্গলবাড়িতে কর্মসূচি নেওয়া হয়। বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, সায়ন্তন বসুকে আমরা স্বাগত জানিয়েছি। তারা চায় পে চর্চা ঘিরে কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ ছিল। সেটি আজ লক্ষ্য করা গিয়েছে।
