মালদহ নিউজ ডেস্ক: করোনা মোকাবেলায় গোটা বিশ্ব যখন আতঙ্কিত। ঠিক সে সন্ধিক্ষণে স্বপ্নাদেশে আদেশ পেলেন এক মহিলা । করোনা মহামারী ঠেকাতে শান্তির মহাযজ্ঞ করলে মিলবে নিস্তার। এমন স্বপ্ন পেয়ে পুরাতন মালদহের সাহাপুরের ওই বৃদ্ধ মহিলা কি করবেন ভেবে পাচ্ছিলেন না।আলোচনা করলেন গ্রামে । তবে এধরনের স্বপ্নাদেশ পেয়ে কি আর নিয়ম পালন না করে কি থাকা যায় ? স্বপ্নাদেশ পেয়ে যদি নির্দেশ পালন না করা হয়! তাহলে ঘটবে আরও বিপদ। তাই গ্রামবাসীরা দেরি করেননি। মহিলার কথা মত শুরু করেন শান্তির মহাযজ্ঞ। রীতিমতো পুরোহিত ঢাকি ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মহাযজ্ঞের আয়োজন হয়। গ্রামে তার সাথে চলে মন্ত্রোচ্চারণ।

মহাযজ্ঞের এই দৃশ্য দেখে এলাকার বাসিন্দারা আধ্যাত্মিক যুগে ঢুকে যান। শিরহণ জাগানো এই বৈদিক মহাযজ্ঞে অনেকে সাক্ষী থেকেছেন। করোনা দানব থেকে রক্ষা পাওয়ার এই বৈদিক যজ্ঞে প্রচুর ভক্ত সমাগম হয়। মানুষকে রক্ষা করার স্বার্থেই এই মহাযজ্ঞ বলে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন । এলাকার কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য শ্যামল হালদার বলেন, স্থানীয় এক মহিলা স্বপ্নাদেশ পেয়ে ছিলেন। তিনি গ্রামে আলোচনা করলে সকলে সহমত দেয়। পুরোহিত ঢাকি ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই মহাযজ্ঞের আয়োজন হয়। — প্রেস এজেন্সি।