মালদহ নিউজ ডেস্ক: আমেরিকার বর্ণবিদ্বেষের আঁচ পড়ল মালদহে। পুড়লো রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল। সোমবার মালদহের গাজোল ব্লকের পান্ডুয়া অলোমপুরে ৩৪ জাতীয় সড়কের ওপর বিক্ষোভ প্রদর্শন করে সোশালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (সোশালিস্ট) এসইউসিআই। এদিন ওই সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানাই। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, আমেরিকায় কৃষ্ণাঙ্গদের ওপর বর্বরোচিত আক্রমণ হয়েছে এক কৃষ্ণাঙ্গ কে আমেরিকান সৈনিক পা দিয়ে কুচলেমেরেছে। এর মত বর্ণবিদ্বেষী হিংসাত্মক ঘটনা হয়না।

স্বাভাবিকভাবেই এর প্রতিবাদ করে এসইউসিআই সংগঠন এদিন আন্দোলনের নামেন। তারা জাতীয় সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তাতে শ্লোগান ওঠে বর্ণবিদ্বেষ কারি ডোনাল্ড ট্রাম্প নিপাত যাক। সংগঠনের জেলা কমিটির সদস্য সুভাষ সরকার বলেন,আমেরিকার কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। তার প্রতিবাদে আমেরিকায় যে আন্দোলন তাতে আমরা সমর্থন জানাচ্ছি। তাই ফ্যাসিবাদী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরাও আন্দোলনে সামিল হয়ে দিন ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করেছি। — প্রেস এজেন্সি ।