মালদহ নিউজ ডেস্ক: গ্রামবাসীদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন বলে কথা । কর্মী-সমর্থকরা রান্না করছিলেন খিচুড়ি । সেখানে অংশ নিয়েছিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তবে খিচুড়ি রান্না করতে দেখে নিজেই এগিয়ে এলেন। তবে এসব ইচ্ছাতে কর্মী-সমর্থকদেরও আবদার ছিল বটে। সাংসদ কর্মী সমর্থকদের সাথে নিয়ে শুরু করে দেন খিচুড়ি রান্না।

তবে সাংসদকে খিচুড়ি রান্না করতে দেখে অবাক অনেকে । শুধু খিচুড়ি রান্না নয় । খাওয়ালেন পাত পেড়ে । লকডাউনের সামাজিক দূরত্ব বজায় রেখে খিচাড়ি খাওয়ানোর আয়োজন হয় বামনগোলা ব্লকের প্রত্যন্ত গ্রাম জাইতুন এবং দক্ষিণ জালালপুর গ্রামে। সেখানে বিজেপি এবং এবিভিপি কর্মী-সমর্থকরা গ্রামবাসীদের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন ।

নিজেই রান্না করে সেই খিচুড়ি অনেক টেস্ট হবে বলে দাবি করেন সাংসদ। তবে সাংসদের এই বক্তব্যে, কেউ মুখ চেপে রাখতে পারেননি। এ ধরনের রসিকতায় আলাদা মেজাজ তৈরি হয় লকডাউনের দুপুরে। তবে সাংসদের হাতের তৈরি খিচুড়ি খেয়ে অনেকেই তৃপ্তিবোধ করেছেন বলে দাবি করেন গ্রামবাসীরা। — প্রেস এজেন্সি ।
