মালদাহ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তার মান খারাপ নিয়ে গ্রামবাসীদের বিস্তর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। বেনিয়ম নিয়ে প্রশ্ন তুলতেই পাল্টা ঠিকাদার সংস্থা হুমকি দিল বিজেপি প্রধানকে । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোড়গ্রাম মাধাইপুর এলাকায় । সেখানে প্রায় ১৭ কিলোমিটার একটি পিচের রাস্তা তৈরি ঘিরে উত্তেজনা হয়। গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থা নিয়মবহির্ভূতভাবে রাস্তাটি নির্মাণ করছেন। রাস্তায় যে পরিমাণে বিটুমিনাস দেওয়া প্রয়োজন সেগুলি দেওয়া হচ্ছে না। এতে গ্রামবাসীরা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে মালদহ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ কাজের প্রতিবাদ করায় প্রধানকেও ঠিকাদারি সংস্থার হুমকি দেন বলে অভিযোগ। এ বিষয়ে প্রধান উকিল মন্ডল জানিয়েছেন, রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছিল। গ্রামবাসীরা প্রতিবাদ করে কাজ আটকে দিয়েছিলেন বিষয়টি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করেছি। এনিয়ে ঠিকাদার সংস্থাকে ফোন করে বিষয়টি জানানো হয় । তাকে পঞ্চায়েতে আসতে বলা হলে উল্টো হুমকি দেয় ওই ঠিকাদার সংস্থা। পঞ্চায়েত এলাকায় কোনও প্রকার অবৈধ কাজ করতে দেওয়া যাবে না। নিয়মমাফিক রাস্তা তৈরি হলে আমাদের আপত্তি নেই। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে। — প্রেস এজেন্সি ।