মালদহ নিউজ ডেস্ক : মালদহের মানিকচক ব্লকের জোত পাট্টায় গঙ্গা নদীর জল বেড়ে যাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকার বেশ কিছু জায়গা জুড়ে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ঘটনায় এলাকাবাসীর আতঙ্কিত হয়ে পড়েছেন। মানিকচক ব্লকের গঙ্গা নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এতে কয়েক বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভাঙন রোধের ব্যবস্থা না নিলে এলাকার বাঁধ ভেঙে পড়বে । এদিকে মথুরাপুর শংকর টোলাঘাট ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।

। সেখানে মেরামতের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। ইতিমধ্যে এলাকার বিজেপি নেতারা এনিয়ে সুর চড়াতে শুরু করেছে। তারা এনিয়ে আন্দোলনের কথা ভাবছেন। মানিকচকে নদী ভাঙ্গন সমস্যা দীর্ঘদিন ধরে আছে। গত বর্ষার মরশুমে মানিকচক ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ ভাঙ্গন হয়। যদিও এখনও তেমন বর্ষা নেমে আসেনি। নদীতে অল্প জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পাড় ভেঙে পড়ছে। তাতে প্রবল নদী ভাঙ্গন আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা । এলাকার বিজেপি নেতা প্রকাশ রায় বলেন,তিলে তিলে নদীর পাড় ভেঙে পড়ছে। হালকা জলস্তর বেড়েছে। আমরা দলীয় গতভাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব। — প্রেস এজেন্সি