মালদহ নিউজ ডেস্ক : করোনার প্রকোপে আতঙ্কিত সারা বিশ্ব। এই সংক্রমণকে রুখতে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। বিশ্ব মহামারী পরিস্থিতিতে ঘরবন্দী রয়েছেন প্রত্যেক মানুষ। লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষও। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিনির্ভর বা দিনমজুর। “নুন আনতে পান্তা ফুরায়” তাদের। লকডাউনের জেরে নেই কোনও কাজ। বহু গ্রামের মানুষেরা অনাহারে দিন কাটাচ্ছেন। পাচ্ছেন না কোনো রকমের সরকারি সহযোগিতা। লকডাউনের জেরে জুটছে না তাদের দুমুঠো ভাত। চিন্তায় দিন অতিবাহিত করছেন সাধারণ মানুষরা।

এই মহামারীর সময় গ্রামের মানুষের পাশে দাঁড়ালো একটি সংস্থা ‘নতুন প্রজন্ম’। এই সংস্থার পক্ষ থেকে পুরাতন মালদহ ব্লকের খেড়িবাড়ি গ্রামের প্রায় ৪৫০ জন অসহায় দুঃস্থ মানুষদের দুপুরের খাবার খাওয়ানো হয়। ‘নতুন প্রজন্ম’- এর সদস্যরা নিজেরা রান্না করে তাদের পরিবেশন করেন। খাবারের মধ্যে ছিল ডিম, ভাত, সবজি, পাঁপড়ভাজা। তাদের এই উদ্যোগে গ্রামবাসীরা অত্যন্ত খুশি হয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে প্রান্তিক, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য অবিরাম ও অক্লান্ত সেবা করে চলেছে এই সংস্থা ।সংস্থার সদস্যরা জানিয়েছেন, আগামী দিনেও তাদের কর্মসূচি চলবে। সমাজ ও মানুষের কল্যাণার্থে নিরবিচ্ছিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের প্রয়াস অব্যাহত থাকবে। — প্রেস এজেন্সি – ছবি ও তথ্য সুমিত্রা গৌড়