মালদহ নিউজ ডেস্ক: পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আইহো ব্রিজ সংলগ্ন এলাকায় স্ত্রী ও ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিস ৪ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। ঘটনার ২৪ ঘন্টা না কাটতেই পুলিস অভিযান চালিয়ে সাফল্য পায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রাজকুমার মন্ডল, বিশাল কুন্ডু, আকাশ মন্ডল ও সাহেব মন্ডল। সাহেবের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। বাকি তিনজনই পুরাতন মালদহের বাসিন্দা। এ বিষয়ে মালদহ থানার আইসি শান্তি নাথ পাঁজা বলেন, ছিনতাইয়ের ঘটনায় ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করা বাইক অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, রবিবার রাতে পুরাতন মালদহের আইহো ব্রিজ সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ছিনতাই হয়।
হবিবপুরের বাসিন্দা জয়দেব ঘোষ ও তার পরিবারের উপর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। সেই সময় টাকা বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর অভিযোগ দায়ের হতে পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ছিনতাই হয়ে যাওয়া টাকা বাজেয়াপ্ত করেছে পুলিস। ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। যদিও বাইক,আগ্নেয়াস্ত্র পুলিস উদ্ধার করতে পারেনি। ধৃত চারজনকেই জেলা আদালতে তুলে চার দিনের পুলিসি হেফাজত হয়।—- প্রেস এজেন্সি।