মালদহের সরকারি নির্দেশ পালন করতে জেলা পুলিশ তৎপর হয়েছে । অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি মোটরবাইক রাস্তায় বেরোলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে । রাস্তায় বিভিন্ন পয়েন্টে গাড়ির যাতে না ঢুকে এজন্য নাকা পয়েন্ট করা হয়েছে । জেলা গুরুত্বপূর্ণ বাজারে পুলিশ-পিকেট বসানোর পাশাপাশি থানা গুলিতে মোবাইল ভ্যান ঘুরবে । তার সাথে পুলিশ মানুষকে সচেতন করবেন । জামায়াতে এড়াতে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ । যারা নিয়ম ভাঙবে তাদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন ।
সোমবার বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ রাত বারোটা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে । পুলিশকর্তাদের বক্তব্য , এরপরও সরকারি নির্দেশ আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । গুজব ছড়ালে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে । এদিকে জেলা জুড়ে সর্বত্রই লকডাউন কার্যকর করতে পুলিশ রাস্তায় নামে। বিভিন্ন এলাকায় যেখানে দোকান বাজার খোলা ছিল পুলিশ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে । ইংলিশ বাজার শহরে পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় নেমে সকলকে সচেতন করেন । হবিবপুর ব্লকের হবিবপুর বুলবুলচন্ডী ব্লক সদর এলাকায় গাড়ি চালকদের চিকিৎসকদের কাছে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেন পুলিশ কর্তারা । হবিবপুরের প্রত্যন্ত এলাকায় রাতেও ঘুরে ঘুরে পুলিশ নজরদারি চালিয়েছে।