মালদহ নিউজ ডেস্ক: মালদহে ফের ১০ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোয়াব টেস্টের রিপোর্টে ১০ জনের পজিটিভ পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে খবর। তারা বিভিন্ন ব্লকের বাসিন্দা। তবে এই প্রথম চাচলে ১ ব্লকে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়া ও মানিকচকে ২ জন , রতুয়ায় ১, লালবাথানিতে ১ জন, ইংলিশবাজার ৩ , গাজোল ১ ও কালিয়াচকে ১ জনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। সব মিলিয়ে জেলার করনা আক্রান্তের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক পর্যায়ে দাঁড়িয়েছে। একের পর এক পরিযায়ী শ্রমিক ফিরতেই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২৮ তারিখে ৪০ জনের করোনা পজিটিভ মিলেছে। তার মধ্যে ৩০ জন উত্তর দিনাজপুরে বাসিন্দা। গভীর রাত থেকেই দশজন করনা পজিটিভ আক্রান্ত বিভিন্ন ব্লক থেকে মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে নতুন করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। যে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে তারা এলাকায় কাদের সাথে মিশেছেন বা সংস্পর্শে এসেছেন সে নিয়ে হিসেব কষা শুরু করে দিয়েছে পুলিশ ও প্রশাসন। যদিও এ বিষয়ে প্রশাসনের কর্তারা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। — প্রেস এজেন্সি ।