মালদহ নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে মালদহ জুড়ে অসহায় মানুষদের পাশে পুলিশ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব উদ্যোক্তারা পাশে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দারা যাতে মহামারীর কারণে অভুক্ত না থাকে সে বিষয়ে প্রশাসন ও নজরদারি করছে। ইতিমধ্যে অনেকে ক্লাবও এগিয়ে এসেছে। তারা গরিব পরিবারের পাশে দাঁড়িয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্তারা নিজেদের উদ্যোগেই লকডাউন পরিস্থিতির কারণে মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এদিন পুরাতন মালদহ শহরের মির্জাপুর নিচু পাড়ার অগ্নি সংঘ ক্লাবের উদ্যোগে এলাকার প্রায় ২০০ গরিব পরিবারদের চাল-ডাল মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এদিন বিকেলে ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে লক্ষণরেখা টেনে দিয়ে খাদ্য সামগ্রী বিলি করেন উদ্যোক্তারা। ক্লাব উদ্যোক্তা রাকেশ দাস, মনোজ দাসরা জানিয়েছেন, লকডাউন এর কারণে অনেকে কাজে যেতে পারছেন না। তারা এই মুহূর্তে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি । এদিন বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দিয়ে খাদ্য সামগ্রী বিলি করা হয় । এদিন মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার কিছু বাসিন্দাদের ত্রাণ বিলি করা হয়। পাশাপাশি মালদহের চাচল থানার উদ্যোগে এলাকার গ্রাম পঞ্চায়েতের বহু গরিব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । সেখানে সংশ্লিষ্ট থানার পদস্থ পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। উদ্যোগক্তাদের এ ধরনের মানবিক উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। চাচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপাল তালুকদার জানিয়েছেন, পুলিশ যে কাজ করছে তাতে আমরা সন্তুষ্ট। —– প্রেস এজেন্সি ।