মালদহ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সোনার চেন হারিয়ে যাওয়ার ঘটনায় পারিবারিক বিবাদের উত্তপ্ত হয়ে উঠল চাচল ২ নম্বর ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রপাড়া এলাকা। ঘটনায় সাতসকালে বোমাবাজি হয়। তাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সাদ্দাম হোসেন (২৫)। বাড়ি ওই এলাকাতেই। এদিন সকালে বোমার আঘাতে ওই যুবক ক্ষতবিক্ষত হয়ে মারা যান। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে চাচল থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে বোমার কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এ বিষয়ে চাচল থানার পুলিশ জানিয়েছে, পুরনো মামলার জেরে বোমাবাজি হয়। তাতে একজন মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে মৃতের পরিবারের মহিলা সদস্য বিরোধী গোষ্ঠীর এক মহিলা সদস্যে এক জায়গায় বসে মোবাইলে ছবি দেখছিল । ঘটনার দিন এক মহিলা সদস্যের সোনার হার খোয়া গিয়েছিল। সেনিয়ে দু পরিবারের সন্দেহে বিবাদ বাধে। বিষয়টি সালিশি সভার পর থানা পর্যন্ত গিয়েছিল। শেষ পর্যন্ত দুই পক্ষই রাগ পুষে রাখে বলে গ্রামবাসীদের ধারণা। যে কারণে দিন সাতসকালেই বোমাবাজি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় চাচল থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশের পদস্থ কর্তারা জানিয়েছেন, সমস্ত সম্ভাবনায় খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। —— প্রেস এজেন্সি ।