মালদহ নিউজ ডেস্ক : সোমবার কৃষক ও শ্রমিকদের স্বার্থে আন্দোলনে নামলো সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর নেতৃত্ব । হবিবপুর ব্লক অফিসে এদিন বেশকিছু সিপিএম শ্রমিক ও কৃষক সংগঠনের নেতৃত্ব প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে নেতারা সরব হন। লকডাউনের নিয়ম পালন করে প্রতিবাদ জানান নেতারা। কৃষক দরদী নেতাদের অভিযোগ, কৃষকদের বাইরে প্রচুর পরিযায়ী শ্রমিক লকডাউন আটকে আছেন। তাদের ফেরানোর কোন সদিচ্ছা নেই সরকারের। এছাড়াও করোনা মোকাবিলায় সরকার সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা সরকার এখন ও গ্রহণ করতে পারিনি। এতে সাধারণ রোগীরা হয়রানি হচ্ছেন।

হাসপাতালগুলতে চিকিৎসা ব্যবস্থা দ্রুত চালু স্বাভাবিক করতে হবে । এছাড়া ও প্রাকৃতিক কারনে ফসলের বিপর্যয়ের ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। সিপিএমের কৃষক সভাও ক্ষেত মজুর নেতারা বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করেন । সেখানে ব্লক আধিকারিকদের তাদের দাবি-দাওয়া স্পষ্টভাবে তুলে ধরেছেন। এদিন কৃষক ও ক্ষেত মজদুর প্রভাত বর্মন ও অনঞ্জন সিংহ ডেপুটেশনে নেতৃত্ব দেন। — প্রেস এজেন্সি ।