মালদহ নিউজ ডেস্ক: মাছ চাষের জন্য সিসি লোনের আবেদন করে দেড় লক্ষ টাকা লোন মঞ্জুর করেছিল প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ। যদিও সেই টাকাতে কাটমানি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টপ দিয়ে সেই টাকা তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যৎসামান্য অর্থ দিয়ে বাকি টাকা হাপিস করতে চাইছে বলেও দাবি করেন মহিলারা। এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্দেশ্য কার্যকর হবে না বলে তারা দাবি করেন। তাদের বক্তব্য, মাছ চাষের জন্য আবেদন করে লোন মঞ্জুর হলেও ব্যাংক সেই টাকা তুলতে দিচ্ছে না। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ মহিলাদের আবেদন গ্রহণ করছেন না। যে কারণে হবিবপুর ব্লকের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের অগর বাবা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিপাকে পড়েছেন।

এ নিয়ে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনকে জানালেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। মহিলারা আরও অভিযোগ করেন তাদের মত অনেকেরই টাকা এভাবেই জোর করে তুলে নেওয়া হচ্ছে। ফলে মহিলাদের স্বনির্ভর করার প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই চক্রে বড় মাথায় জড়িত রয়েছে বলে অভিযোগ । মহিলাদের যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ দায় এড়িয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েতের প্রধান জানান, বিষয়টিতে তাদের কোনও হাত নেই। যদি এনিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কোনও মন্তব্য করতে চাইনি। কি বলেছে মহিলারা শুনেনিন ভিডিও লিংকে । — প্রেস এজেন্সি।