মালদহ নিউজ ডেস্ক: লকডাউনের কারণে দুর্ঘটনার কবলে পড়া নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি, বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক ইস্যুতে ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাল কংগ্রেস। এদিন জেলাজুড়ে ১৫ টি ব্লকে কংগ্রেসের নেতৃত্বরা এসব ইস্যু সহ স্থানীয় স্তরে মানুষের সমস্যার কথা তুলে ধরে বিডিওকে স্মারকলিপি দেন। প্রতিটি ব্লকেই কংগ্রেস নেতৃত্বরা ডেপুটেশনের নিয়ম বিধি পালন করে আন্দোলন চালিয়ে যান। একাধিক ব্লকে জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমের নেতৃত্বের ডেপুটেশন কর্মসূচি চলে। জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম বলেন, ১৫ টি ব্লকে ডেপুটেশন কর্মসূচি হয়েছে। বিদ্যুৎ বিল মুকুব এবং মৃত শ্রমিক পরিবারকে এককালীন তিন লক্ষ,ও আহত শ্রমিকদের পরিবারকে এক লক্ষ টাকা অনুদানের দাবি তোলা হয়েছে।

হবিবপুর ব্লক কংগ্রেসের সভাপতি বিদ্যুৎ গাঙ্গুলী বলেন, শ্রমজীবী মানুষ নাগরিকদের স্বার্থে একাধিক স্থানীয় ইস্যু নিয়ে বি ডি ও-কে ডেপুটেশন দিয়েছি। উত্তর মালদহের চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজোল, পুরাতন মালদহ হবিবপুর ব্লকসহ জেলা সদরের ব্লক গুলিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। সব মিলিয়ে শ্রমিক বিদ্যুতে কংগ্রেস নেতৃত্ব প্রশাসন আধিকারিকদের কাছে তাদের দাবি জোরালোভাবে তুলেন। এদিন পুরাতন মালদহ ব্লক অফিসে কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদারের নেতৃত্বে আন্দোলন চলে। আদিবাসী অধ্যুষিত ব্লক হবিবপুরের সামাজিক দূরত্ব বজায় রেখে ব্লক সভাপতি বিদ্যুৎ গাঙ্গুলীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা ডেপুটেশন দেন। — প্রেস এজেন্সি।