মালদহ নিউজ ডেস্ক : মহারাষ্ট্রের অরঙ্গাবাদে রেললাইনে ঘুমিয়ে থাকার কারণে ট্রেনে কাটা পড়েছিল ১৪ জন শ্রমিক ।এবার তারাই পুনরাবৃত্তি হল মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত সংযোগকারী রেললাইনে। পুরাতন মালদহ ব্লকের সাহাপুরের শান্তিপুরে মালগাড়িতে কাটা পড়ে এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম উত্তম মন্ডল (৩০) বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ওই লাইনের ওপর ঘুমিয়েছিলেন । রাতে তেলের মালগাড়ি তার উপর দিয়ে চলে যায়। শান্তিপুর রেল লাইনে শুধু মাল গাড়ি চলে। ওই লাইনটি হবিবপুর হয়ে বাংলাদেশের চলে গিয়েছে।
এমনিতেই রেললাইনে ব্যস্ততার কোন কারণ নেই। খুব কম মালগাড়ি যাতায়াত করে। তবে রাত ওই যুবক কনোও কারণে লাইনে ঘুমিয়ে ছিলেন কিনা এ বিষয়ে এখনও পরিষ্কার হয়নি। গ্রামবাসীদের আর একটি অংশ জানিয়েছে, ওই যুবক রেললাইন পার হতে গিয়ে কাটা পড়তে পারেন। অথবা কেউ তাকে খুন করে ফেলে দিয়েছে। পরে মালগাড়ি চলে যায়। তবে ঘটনা যায় হোক এনিয়ে মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। — প্রেস এজেন্সি ।