মালদহ নিউজ ডেস্ক : করোনা জেরে লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাদ্য সামগ্রী সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণে ঝাঁপিয়ে পড়েছে। একটি প্রতিষ্ঠান মালদহ সহযোগিতা সমিতিও এই অসময়ে মানুষের পাশে রয়েছ। সংস্থার উদ্দ্যোগক্তা বিশ্বজিৎ বোস এবং সমাজসেবী শিবেন্দু শেখর জানা মালদহের বিভিন্ন এলাকায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, সরিষার তেল, সয়াবিন, মাক্স, হ্যান্ড সানিটাইজার, সাবান প্রভৃতি জিনিস দুঃস্থ, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা ও গর্ভবতী মায়েদের হাতে তুলে দিচ্ছেন।

এদিনও তারা জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচী নেন। এছাড়াও মালদহের বিভিন্ন প্রান্ত রতুয়া, পুরাতন মালদহ ব্লক ও পুরসভার কিছু অংশে বেশ কিছুদিন ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিলির পাশাপাশি সকলকে সচেতনতা বৃদ্ধির কাজ করে চলছেন। — প্রেস এজেন্সি ।
