Home জেলার খবর মালদহে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজেপির অবস্থান-বিক্ষোভ, উঠল বিদ্যুৎ বিল মুকুবের দাবিও

মালদহে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজেপির অবস্থান-বিক্ষোভ, উঠল বিদ্যুৎ বিল মুকুবের দাবিও

0 second read
0
341
পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজেপির অবস্থান-বিক্ষোভ

মালদহ নিউজ ডেস্ক: সোমবার পুরাতন মালদহ ব্লকের সামনে অবস্থান-বিক্ষোভ করে সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতারা । লকডাউন এর সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন নীরব প্রতিবাদে ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গিয়েছে। বিজেপি কিষান মোর্চা এবং ব্লক নেতৃত্বের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে ব্লক বিজেপির নেতা সহ কৃষক সংগঠনের নেতৃত্বে উপস্থিত ছিলেন। নেতৃত্ব দেন বিজেপির নেতা তথা মন্ডল সভাপতি নিতাই মন্ডল । এছাড়াও পুরাতন মালদহ নগর মন্ডল সভাপতি সুজিত দাস (ভীম), প্রাক্তন সভাপতি চন্দন দে প্রমুখ উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ রেশন নিয়ে প্রচুর বেনিয়ম হচ্ছে । মানুষ রেশন পাচ্ছেন না। প্রত্যেককে রেশন ব্যবস্থা করে দিতে হবে।

বিদ্যুৎ বিল মুকুবের দাবি
বিদ্যুৎ বিল মুকুবের দাবি

এ দাবি মূলত বিজেপি নেতৃত্বের তুলেছেন পাশাপাশি জেলার পরিযায়ী শ্রমিকদের ফের আবার জন্য সরব হন বিজেপি নেতৃত্ব । কিছু নেতৃত্ব বিদ্যুৎ বিল মুকুবের দাবি তোলেন। এ বিষয়ে বিজেপি নেতা নিতাই মন্ডল বলেন, অনেককে রেশন দেওয়া হচ্ছে না । লকডাউন মানুষ বিপাকে পড়েছেন। তার উপরে যদি রেশন না পায় তাহলে খাবে কি করে ? প্রশাসনকে এনিয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাছাড়া প্রচুর শ্রমিক বাইরে আটকে রয়েছেন। তাদেরকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আমাদের আন্দোলন হয়েছে। — প্রেস এজেন্সি ।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

মালদহে বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলি করল দুষ্কৃতীরা

প্রেস এজেন্সি ডেস্ক: রবিবার রাতে পুরাতন মালদহের সাহাপুর এক নম্বর বিমল দাস কলোনি ঝন্টু মোড়…