মালদহ নিউজ ডেস্ক : লকডাউনের জেরে বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এমন সময় বিদ্যুতের বিল দেবে কোথায় থেকে ? তাই এনিয়ে বুধবার পুরাতন মালদহের বিদ্যুৎ দপ্তরের সামনে তিন মাসের বিল মকুবের দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে সামিল হন বিজেপি সভাপতি সুজিত দাস, সহ সভাপতি স্নেহাংশু ভট্টাচার্য ও দিলীপ ঘোষ, বিজেপির নগর মন্ডল কমিটির নেতা গৌড় দাস, মহিলা নেত্রী রেনুকা হালদার,রেখা ঘোষ দাস সহ যুব মোর্চার নেতারা। সামাজিক দুরত্ব বজায় রেখে প্ল্যাকার্ড হাতে বিদ্যুৎ দপ্তরের সামনে ধর্ণায় বসেন তারা।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে মানুষ বিদ্যুতের বিল দিতে পারছে না। তাই বিদ্যুৎ দপ্তরকে তিন মাসের বিল মকুব করতে হবে। প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর আন্দোলন প্রত্যাহার করেন তারা। এ বিষয়ে বিজেপি সভাপতি সুজিত দাস জানান, লকডাউনের সমস্ত নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমরা বিক্ষোভ করেছি। এই সময় মানুষের কাছে কোনও টাকা-পয়সা নেই। আর এমন পরিস্থিতিতে যদি বিল মকুব না করা হয় তাহলে সমস্যায় পড়বেন মানুষজন। এদিন তারই প্রতিবাদ জানানো হয়েছে। — প্রেস এজেন্সি।