Home আমফান মালদহে আমফানে ৩০ হাজার মেট্রিক টন আম ধুলিস্যাৎ ,ভেঙে পড়ল দেড়শ বছর পুরনো গাছ

মালদহে আমফানে ৩০ হাজার মেট্রিক টন আম ধুলিস্যাৎ ,ভেঙে পড়ল দেড়শ বছর পুরনো গাছ

0 second read
0
4,781
আমফানের বিধ্বংসী ঝড়

মালদহ নিউজ ডেস্ক: আমফানের বিধ্বংসী ঝড়ে ঝরে পড়ল মালদহের অর্থকারী ফল আম। ১ / ২ হাজার মেট্রিক টন নয়। আনুমানিক ৩০ হাজার মেট্রিক টন আম এক ধাক্কায় ঝরে পড়েছে। তাতে আম চাষী মহলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। একদিনের ঝড়ে বিশাল পরিমাণ আম পড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

আমফানের জেরে মালদহে আমে ব্যাপক ক্ষতি হয়েছে
আমফানের জেরে মালদহে আমে ব্যাপক ক্ষতি হয়েছে

উদ্যান পালন দপ্তরের কর্তাদের বক্তব্য, এদিনের ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হওয়ায় আমের উৎপাদন মার খেয়েছে। যেখানে আড়াই লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা ছিল এই ঝড়ে ২ লক্ষ মেট্রিক টন এর একটু বেশি উৎপাদন এসে দাঁড়িয়েছে। মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানিয়েছেন, আমফানের জেরে মালদহে আমে ব্যাপক ক্ষতি হয়েছে।

বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে
বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে

যা বিগত দিনে এরকম ক্ষয়ক্ষতি হয়নি। আমরা যেটা উৎপাদন আশা করছিলাম সেটা আর সম্ভব নয়। আম ছাড়াও লিচু অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ২৫ থেকে ৩০ হাজার মেট্রিক টন আম ঝরে পড়েছে। কিন্তু দমকা হওয়া চলছে । তাতে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে গভীর রাতে মালদহের বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে।

মালদহের বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে
মালদহের বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে

বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। যে কারণে করোনা আবহের মধ্যে ধ্বংস চেহারা নেমে আসে। পুরাতন মালদহ শহরের কোর্ট স্টেশনে দেড়শ বছর পুরনো বটগাছ পড়ে গিয়েছে। হবিবপুরের রাস্তার উপর প্রাচীন গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। — প্রেস এজেন্সি ।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In আমফান

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…