
প্রেস এজেন্সি ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করতে ১০ ফেব্রুয়ারি মালদহের গাজোলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, গাজোল থেকে বিধানসভা নির্বাচনের দামামা বাজাবেন তিনি। গত বিধানসভা নির্বাচনে মালদহ থেকেই কার্যত ভোট প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তা ব্যতিক্রম হচ্ছে না বলে দলীয় সূত্রে খবর। গাজোল কলেজ মাঠে সভা হবে। সেখানে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শনিবার তারই প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রী নামার জন্য হেলিপ্যাড , করোনা পরিস্থিতি সভার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয় এদিনের বৈঠকে। জেলা নেতারা বলেন, ভোটের দামামা বাজতেই মুখ্যমন্ত্রী মালদহে আসছেন।

