মালদহ নিউজ ডেস্ক: করোনা ভাইরাস (COVID-19) মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই করোনা রুখতে এ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রশাসন সংস্থাকে বরাত দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে। ভাইরাসের আবহে বিজ্ঞানসম্মত ভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজারের চাহিদাও বাজারে ভালো রয়েছে। তবে কোনও কলেজের উদ্যোগে সামান্যকিছু ব্যয়ে ল্যাবকে ব্যবহার করে যদি স্বাস্থ্যসম্মত হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তাহলে ক্ষতি কোথায় ? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মালদহের গৌড় কলেজ সেটাই করে দেখাল। কলেজ কর্তৃপক্ষ এবং কেমিস্ট্রি বিভাগ গরিব পরিবারের জন্য ১০ লিটার স্বাস্থ্যসম্মত হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে । কলেজের এই উদ্যোগ সাড়া ফেলার মত বিষয় না হলেও বর্তমান পরিস্থিতিতে অনেক গরিব পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে কলেজের তরফ থেকে। তাতে অনেকে সাধুবাদ জানিয়েছেন। ইতিমধ্যে সেই হ্যান্ড সানিটাইজার গুলি পুরাতন মালদহ পুরসভাকে বিলিও করেছে কলেজ কর্তৃপক্ষ ।

কলেজের কেমিস্ট্রি বিভাগ সূত্রে জানা গিয়েছে, তিন ভাগ ইথানলের সাথে এক ভাগ গ্লিসারোল মিশিয়ে হ্যান্ড স্যানিটাইজার এর দ্রবণ তৈরি করা হয়। তার সাথে হালকা নীল রং মিশিয়ে স্বাস্থ্যসম্মত হ্যান্ড স্যানিটাইজারের রুপ দেওয়া হয়েছে। ইথানল জ্যাম কিলার হিসেবে ব্যবহার করা হয় । গ্লিসারোল শরীরে প্রলেপ যাতে দিতে পারে সেই হিসেবে ব্যাবহার করা হয়েছে। গৌড় কলেজের কেমিস্ট্রি বিভাগের ইনচার্জ নিরঞ্জন কুমার মৃধা বলেন, কলেজ এবং কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পেরেছি। জীবাণু কিলার ইথানলের সাথে গ্লিসারোল মিশিয়ে স্বাস্থ্যসম্মত ১০ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। সেটি গরিব মানুষদের বিলি করার উদ্দেশ্যে পুরসভার হাতে তুলে দেওয়া হয়েছে। পুরসভার কাউন্সিলর সৌমেন সরকার বলেন, কলেজের এই উদ্দ্যোগ ভালো । অসময়ে এই হ্যান্ড স্যানিটাইজার মানুষের অনেক কাজে আসবে । —– প্রেস এজেন্সি ।