মালদহ নিউজ ডেস্ক : কবি প্রণামে সৌহার্দ্য ত্রাণ। যেমনটা চেয়ে ছিলেন তিনি । প্রাণ ভরিয়ে, তৃষ্ণা হারিয়ে আরও আরও প্রাণ পেতে চেয়েছিলেন কবিগুরু। সমস্ত বাধা বিপর্যয় কাটিয়ে মানবজীবনকে ত্রাণের পথেই নিয়ে যেতে চেয়েছিলেন । তিনি বাঙালির প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মদিবসে তাঁর দেখানো পথেই স্মরণীয় করে রাখার চেষ্টা করলেন মালদহের সাংস্কৃতিক সংস্থা ‘সৌহার্দ্য । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে শনিবার পুরাতন মালদহের ছাতিয়ান মোড় সংলগ্ন এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপক ড: ঋষি ঘোষ, কাদিরপুর কিরণময়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সাংবাদিক তনয় মিশ্র প্রমূখ ।

এদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকায় প্রায় ৪০ টি দুঃস্থ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তাঁরা। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ববিধি নিয়েও উপস্থিত সকলকে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা জানান, যে সকল পরিবারগুলির রেশন কার্ড নেই বা তারা কোনোরকম সাহায্য পাননি, সার্ভের মাধ্যমে তাদের চিহ্নিত করে এই বিশেষ দিনে তাদের এদিন সাহায্য করা হয়েছে । ‘সৌহাদ্য’ সংস্থার কর্ণধার কুন্তল দাস জানান, আলাদাভাবে রবীন্দ্রজয়ন্তী পালন না করে সেই মহামানবের দেখানো পথে এই মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের রবীন্দ্রপ্রণাম। আশা করি আগামীদিনেও এই প্রয়াস আমরা নেব। এদিন সৌহাদ্য’ সংস্থার সমগ্র উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন মালদহ থানার আইসি শান্তিনাথ পাঁজা। তিনি জানিয়েছেন, এভাবেও মানুষের পাশে দাড়ানো যায় । ছবি ও তথ্য সুমিত্রা গৌড় । প্রেস এজেন্সি ।