মালদহ নিউজ ডেস্ক: করোনার জেরে চলছে লকডাউন। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক মানুষকে কিছু নিয়মাবলী পালন করার কথা বলেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার । তা সত্তেও সরকারি নিয়ম অমান্য করেই অনেকে বেরিয়ে পড়ছেন রাস্তাঘাটে। কেউ আবার প্রয়োজনীয় কাজে বেরলেও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না বলে অভিযোগ। আদৌ কি সরকারি নিয়ম পালন করা হচ্ছে? তা নিয়ে বিভিন্ন মহলের বিস্তর অভিযোগ রয়েছে। লকডাউন ও সরকারি নিয়মাবলী উপেক্ষা করেই চলছে নানা কাজকর্ম। বৃহস্পতিবার পুরাতন মালদহ সহ একাধিক ব্লকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকেরা। এনিয়ে জেলার একাধিক ব্যাঙ্কে ধরা পড়লো ভিন্ন ভিন্ন চিত্র।

সামাজিক দুরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়েছে বহু ব্যাঙ্কের গ্রাহক। তাদের মধ্যে অনেকেই টাকা তোলার জন্য এসেছেন বলে তারা দাবি করেন । তাহলে সামাজিক দুরত্ব কোথায়? করোনার মত মহামারি রুখতে সামাজিক দূরত্ব রাখার কথা বলা হলেও বিভিন্ন এলাকায় নিয়ম খেলাপি হচ্ছে। যদি এমন নিয়ম খেলাপি হয় তাহলে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এনিয়ে অনেকে কড়া নজর দারির দাবি তুলেছেন । যদিও পুলিশ ও প্রশাসনের কর্তাদের বক্তব্য, লকডাউনে চারিদিকে কড়া নজর রাখা হচ্ছে । তথ্য – সুমিত্রা গৌড় ও ছবি – ঝর্না পাল । —– প্রেস এজেন্সি ।