
প্রেস এজেন্সি ডেস্ক: শুভেন্দুর ইস্তফার পরেই মালদহে অঞ্চল সভাপতিদের ইস্তফা দেওয়ার হিড়িক শুরু হয়েছে। বুধবার মালদহের বামনগোলায় একসাথে পাঁচ তৃণমূলের অঞ্চল সভাপতি ইস্তফা দেন বলে দলীয় সূত্রে খবর। তাঁরা ইস্তফার অনুলিপি জেলা তৃণমূল দফতরে পাঠিয়ে দিয়েছেন বলে দাবি তৃণমূলের ঘনিষ্ঠ মহলের। স্বাভাবিকভাবেই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে জেলার রাজনীতি। বামনগোলা, গোবিন্দপুর মহেশপুর, চাঁদপুর, পাকুয়াহাট ও জগদললা এই পাঁচটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা ইস্তফা পত্রে ক্ষোভ প্রকাশ করেন। একই দিনে পাঁচ অঞ্চল সভাপতি তৃণমূল থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। ইস্তফাপত্রে তাঁরা লিখেছেন, আমরা জন্মলগ্ন থেকে তৃণমূলের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। দলীয় নেতৃত্বের একাংশের বিমাতৃসুলভ আচরণের কারণেই তাঁরা ইস্তফা দেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে। যদিও ইস্তফা প্রদান কারিদের এনিয়ে কোনও প্রতিক্রীয়া মেলেনি। জেলা তৃণমূল নেতৃত্ব ইস্তফার সত্যতা স্বীকার করেনি। যদিও পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সাদা এফোর কাগজে ৫ সভাপতির সই করা ইস্তফা পত্র ছড়িয়ে পড়েছে।
