মালদহ নিউজ ডেস্ক: মালদহে ফের রেশন চাল পাচারের ঘটনা প্রকাশ্যে এল। এবার হবিবপুরের ঘোষপাড়া প্রকাশ্যে দিবালোকে রেশন চাল পাচারের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে পাচারকারীরা। এনিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গ্রামবাসীরা রেশন চালসহ গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ এসে এলাকা থেকে বস্তা বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ চালক ও খালাসি কে গ্রেফতার করেছে। এনিয়ে ডিলারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, স্থানীয় ডিলার চালক খালাসিদের মাধ্যমে রেশন চাল পাচার করছিল ।
গাড়িটি আটক করলে চালক সদুত্তর দিতে না পারায় সন্দেহ হয় ।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই জিজ্ঞাসাবাদ করে। বস্তা বস্তা রেশন চাল, আটা কোথায় যাচ্ছিল এনিয়ে চালক খালাসিদের কাছে সদুত্তর না মেলায় পুলিশ দু’জনকে গ্রেফতার করে। ঘটনায় হবিবপুর থানার পুলিশ ডিলারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ । এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু । তিনি জানিয়েছেন, লকডাউনে মানুষ খেতে পাচ্ছেন না আর এভাবে যদি চাল পাচার হয় তাহলে এর চাইতে খারাপ কাজ আর কি হতে পারে। যদি অন্যায় হয়ে থাকে তাহলে প্রশাসন এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিক এটাই চাইব। হবিবপুর থানার পুলিশ কর্তারা জানিয়েছেন,রেশন চাল কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত চলছে । প্রেস এজেন্সি ।