মালদহ নিউজ ডেস্ক : জেলাবাসীর আশঙ্কা বাড়িয়ে দিয়ে এবার রতুয়ার বাহারালে এক মহিলা করোনা আক্রান্তের হদিস মিলেছে বলে সূত্রের খবর । এনিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। যদিও সরকারি ভাবে রিপোর্ট এখনও কোনও আধিকারিক খোলাসা করেনি । এদিন সকাল থেকেই ওই মহিলার গ্রামে পুলিশ এবং মেডিকেল টিমের তৎপরতা লক্ষ্য করেছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা থেকে পঞ্চায়েত জনপ্রতিনিধিরা পুলিশ মেডিকেল টিমের তৎপরতা দেখে করোনা পজিটিভের অনুমান করছেন । ঘটনায় ব্লক জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে । ওই মহিলার পজিটিভ রিপোর্ট আশায় গোটা গ্রাম সিল করে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্যোগী হয়ে ভলেন্টিয়ার মোতায়েন করে যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বোম্বে থেকে অ্যাম্বুলেন্সে করে এসেছেন । বেশ কিছুদিন আগে তিনি সামসির কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। সম্প্রতি তার লালা রস সংগ্রহ করা হয় । তাতে উদ্বেগজনক রিপোর্ট এসেছে বলে এলাকায় চর্চা শুরু হয়েছে। ঘটনায় ওই গ্রামের মানুষ যাতায়াত কমিয়ে দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন বোম্বে থেকে এসে মহিলা সরকারি কোয়ারান্টিনে ছিলেন । পরে শোনা গিয়েছে তার রিপোর্টে অস্বভাবিক রয়েছে । সকাল থেকে মেডিক্যাল টিম থেকে পুলিশ গ্রামে ঘোরাঘুরি করছে। গোটা গ্রাম সিল করে দেওয়া হয়েছে । —- প্রেস এজেন্সি ।