Home জেলার খবর মালদহ থানায় টেবিল টেনিস খেললেন অ্যাডিশনাল এসপি

মালদহ থানায় টেবিল টেনিস খেললেন অ্যাডিশনাল এসপি

0 second read
0
517
মালদহ থানায় টেবিল টেনিস খেললেন এডিশনাল এসপি

মালদহ নিউজ ডেস্ক: পুলিশের একঘেয়েমি দূর করতে মালদহ থানায় টেবিল টেনিস  শুরু হল। শুধুমাত্র পুলিশকর্মীরা থানার মধ্যে নিজেদের মানসিক চাপ দূর করতে টেবিল টেনিস খেলতে পারবেন।বৃহস্পতিবার মালদহ থানায় টেবিল টেনিসের আনুষ্ঠানিক সূচনা করেন এডিশনাল এসপি হোসেন মেহেদী রহমান। এবিষয়ে অ্যাডিশনাল এসপি জানিয়েছেন, পুলিশ সব সময় কাজে ব্যস্ত থাকে। তাই ইনডোর গেম থানায় সূচনা করা হয়েছে। এতে পুলিশের মুড ভালো থাকবে। এই ইনডোর গেম ব্যবস্থা প্রায় সব থানায় চালু করা হবে। এদিন মালদা থানায় ইনডোর গেম ব্যবস্থা চালু করে নিজেই খেলায় মাতেন অ্যাডিশনাল এসপি এবং ডেপুটি পুলিশ সুপার। মালদহ থানা সূত্রে জানা গিয়েছে, আউটডোর গেমের পাশাপাশি ইনডোর গেম ব্যবস্থাপনা থানায় চালু হয়েছে। সেখানে পুলিশকর্মীরা কাজের শেষে গেম খেলতে পারবেন। এতে দৌড়ঝাপের ধকল সেটা কেটে যাবে। —  প্রেস এজেন্সি।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…