Home জেলার খবর মালদহ থানার উদ্যোগে কালীপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক

মালদহ থানার উদ্যোগে কালীপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক

2 second read
0
323
মালদহ থানার উদ্যোগে কালীপূজা ঘির প্রশাসনিক বৈঠক

প্রেস এজেন্সি ডেস্ক:  মালদহ থানার উদ্যোগে কালীপূজা, ছট পূজা, জগধাত্রী পূজা উপলক্ষে শনিবার মঙ্গলবাড়ির একটি বেসরকারি লজে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদহের প্রশাসনিক কর্তারা  ও পূজা কমিটির সদস্যরা। পুরাতন মালদহ ব্লকের বিডিও ইরফান হাবিব, পুরাতন মালদহ থানার আইসি শান্তিনাথ পাঁজা, পুরসভার পুর প্রশাসক কার্তিক ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান বিভুতি ভূষণ ঘোষ প্রমূখ। এদিন বৈঠকে কালী পূজা কমিটির সদস্যদের স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়। এ বিষয়ে পুরাতন মালদহ পুরসভার পুর প্রশাসক কার্তিক ঘোষ প্রত্যেকে মাক্স ব্যবহার  করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পুজোর সময় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার কথা বলা হয় পুজো কমিটির সদস্যদের। মালদহ থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, “হাইকোর্টের নির্দেশ অনুসারে নিয়ম পালন ও করোনা পরিস্থিতিতে প্রত্যেককে সজাগ হওয়ার আবেদন জানানো হয়েছে।” ছবি _ সুমিত্রা গৌড় , তথ্য ঝর্না পাল

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

পুরাতন মালদহের টাঙনে নৌকাডুবি, মৃত ১

প্রেস এজেন্সি: রবিবার সন্ধ্যায় পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়া টোলা গ্…