Home জেলার খবর মালদহে আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী

মালদহে আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী

0 second read
0
1,035
মালদহে আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী

প্রেস এজেন্সি ডেস্ক: ৬ জানুয়ারি (বুধবার) মালদহে আসছেন অভিনেতা তথা তৃণমূলের  যুব আইকন সোহম চক্রবর্তী। তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর উদ্যোগে  মালদহ এসে তিনি একটি পথসভা করবেন বলে দলীয় সূত্রের খবর। এ নিয়ে সংগঠনের তরফে চূড়ান্ত প্রস্তুতি চলছে।  কয়েক হাজার কর্মী সমর্থক সেদিন জেলা সদরে এসে ভিড় জমাবেন।  সোহমকে নিয়ে একটি বিশাল মিছিল পরিক্রমা করবে শহরে।  পরে পথসভায় বক্তব্য রাখবেন ওই অভিনেতা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, বিজেপির বিভিন্ন অত্যাচারের প্রতিবাদে সরব হবেন সোহম চক্রবর্তী। সংগঠনের কর্মকর্তারা জানান  ,মালদহ শহরের কলেজ মাঠে জমায়েত হবে।  সেখান থেকে বিশাল মিছিল   বের হয়ে থানা মোড় হয়ে অতুল মার্কেটে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখবেন যুব আইকন সোহম চক্রবর্তী। সংগঠনের নেতা কৃষ্ণ দাস বলেন,  অভিনেতার আগমন ঘিরে সবরকম প্রস্তুতি চলছে।

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…