Home জেলার খবর মালদহের ৮১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪, জখম ১

মালদহের ৮১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪, জখম ১

0 second read
0
336
মালদহের ৮১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪, জখম ১

মালদহ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে মালদহের রতুয়া ২ ব্লকের পুকুরিয়ার শ্রীপুরে অটো – বাইক মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।  ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। একটি বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীপুর এলাকায় অটোরিকশায় ধাক্কা মারলে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি তিনজন স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। এনিয়ে রাতে জাতীয় সড়ক যান চলাচল ব্যাহত  হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল মোজাম্মেল হক ( ২২) ,তসলিমা বিবি (৩০),আসলাম সেখ (১২) ও সুক্রী বিবি (৪০)। মোজাম্মেলের বাড়ি  সামসির ভগবানপুরে। বাকি তিনজন হরিশচন্দ্রপুরের বাসিন্দা। পুকুরিয়া থানার ওসি ঝোটন প্রসাদ বলেন, বাইক অটো মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবোঝাই অটো গাজোলের পান্ডুয়ার দিকে যাচ্ছিল। উল্টোপথে  বাইকে চেপে দুইজন আসছিলেন। শ্রীপুরের কাছে ঘটনাচক্রে বাইক গতি হারিয়ে ফেলে  দুর্ঘটনা ঘটে। —  প্রেস এজেন্সি।  

Load More Related Articles
Load More By Press Agency
Load More In জেলার খবর

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…