
প্রেস এজেন্সি ডেস্ক: এক মানসিক ভারসাম্যহীন যুবকের মারে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের খোঁচা কান্দর এলাকায়। মৃত ওই মহিলার নাম চুমকি মার্ডি(৩২) ।স্থানীয়রা জানান, গতকাল বিকেলে এক মানসিক ভারসাম্যহীন যুবক পেছন থেকে মহিলার মাথায় কাঠ দিয়ে আঘাত করে। ঘটনায় গুরত্বর আহত হন ওই মহিলা। প্রথমে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয় । হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।
