মালদহ নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি ও মহানন্দা নদীর জলের চাপে পুরাতন মালদহ শহরের রবীন্দ্রপল্লী বাঁধের একাংশ ফাটল দেখা দিয়েছে। জলের তোড়ে বাঁধের মাটি ধসে মহানন্দার জলে মিশে গিয়েছে। স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এদিন ওই বাঁধ পরিদর্শন করেন পুরাতন মালদহ পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ। তিনি যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিনিয়ারদের ডেকে বাঁধের ফাটলের অংশ মেরামতি শুরু করান। একই সাথে কার্তিকবাবু প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এদিন নদীর জল কয়েক সেন্টিমিটার বেড়ে যাওয়ায় নতুন করে জল ঢুকেছে। স্কুলপাড়া, নিচের অংশে সংরক্ষিত এলাকায় জল ঢুকে গিয়েছে।তাতে এলাকার বেশ কয়েকটি পরিবার জলমগ্ন। অসংরক্ষিত এলাকার পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০ পরিবার এখনও পর্যন্ত প্রভাবিত হয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। অনেক পরিবারে এখন গৃহবন্দী। পুর প্রশাসক দুর্গত এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছেন।

বাঁধ পরিদর্শন করছেন পুরাতন মালদহ পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ
এদিন বাঁধ পরিদর্শনে এসে পুর প্রশাসক কার্তিক ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, সংরক্ষিত অসংরক্ষিত এলাকা মিলিয়ে প্রায় আড়াই থেকে তিনশ পরিবার প্রভাবিত। অনেকেই জলবন্দি অবস্থায় রয়েছেন।তাদের থাকার জন্য ত্রাণশিবির খুলে দেওয়া হয়েছে। বাঁধের একাংশ ধ্বস নেমে গিয়েছিল সেটি মেরামতি শুরু করে দেওয়া হয়েছ।
— প্রেস এজেন্সি ।