মালদহ নিউজ ডেস্ক : মদ নয় রেশন ও খাদ্য চাই। বুধবার এই দাবিতেই পুরাতন মালদহের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে করলেন বিজেপি মহিলা মোর্চা। এদিন জেলা সভানেত্রী সুতপার মুখার্জি সহ রুমা সরকার মন্ডল প্রমুখ নেত্রীরা থালা হাতে অবস্থান-বিক্ষোভ করেন । পাশাপাশি গাজোল বিডিও অফিসের সামনে ও বিজেপির অবস্থান বিক্ষোভ চলে । সেখানে সাংসদ খগেন মুর্মু , জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল সহ বিজেপির নেতারা উপস্থিত ছিলেন । দুটি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপির নেতা-নেত্রীরা মুখ বন্ধ রেখে প্লেকার্ড হাতে অভিনব প্রতিবাদ করেন ।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, জেলাসহ রাজ্যজুড়ে স্বচ্ছ রেশন ব্যবস্থা সহ বিদ্যুতের বিল মুকুব করতে হবে। পুরাতন মালদহ বিডিও অফিসের সামনে এদিন সাড়ে এগারোটা নাগাদ অবস্থান-বিক্ষোভ বসেন জনাকয়েক বিজেপি নেত্রী । তাদের উৎসাহ দেওয়ার জন্য পুরাতন মালদহ মন্ডল সভাপতি নিতাই মন্ডল উপস্থিত ছিলেন । বিজেপি নেত্রী রমা মন্ডল সরকার বলেন, স্বচ্ছ রেশন ব্যবস্থার দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করেছি । সেখানে নিরবেই থালা নিয়ে সরকারকে জবাব দেওয়া হয়েছে। বিজেপির সভানেত্রী সুতপা মুখার্জি জানিয়েছেন, নীরব প্রতিবাদ সফল হয়েছে। প্রেস এজেন্সি।