প্রেস এজেন্সি ডেস্ক : বিধানসভা ভোটের দামামা বাজার আগেই বিজেপির পরিবর্তন যাত্রা কে সামনে রেখে বাইক মিছিলে ঝড় তুলল বিজেপি। পুরাতন মালদহ বিজেপি নেতৃত্বের উদ্যোগে মালদহ বিধানসভার ঋষিপুর ফুটবল মাঠ থেকে বিশাল বাইক র ্যালি বের হয় । হুডখোলা গাড়িতে বাইক মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেতা নিতাই মণ্ডল। শহর গ্রাম থেকে প্রায় দুশো বাইকে কর্মী সমর্থকেরা অংশ নেন। বাইক মিছিলটি আইহো স্ট্যান্ড ধরে মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড় হয়ে পুরাতন মালদহ শহর এবং গ্রামীণ এলাকা ভাবুক, মঙ্গলবাড়ি পরিক্রমা করে মিছিলটি শেষ হয়। প্রসঙ্গত, আগামী সাতাশ ফেব্রুয়ারি মালদহে পরিবর্তন যাত্রার বিশাল র ্যালি রয়েছে । তার আগেই বাইক মিছিল করে প্রস্তুতি সেরে নেন বিজেপি নেতৃত্ব। যদিও ভোট ঘোষণার আগে এ ধরনের বাইক মিছিল ঘিরে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটের আগে ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, ভীতি প্রদর্শনের উদ্দেশ্য নয়। কর্মীদের উত্সাহ বাড়াবার জন্য পরিবর্তন যাত্রার আগে বাইক মিছিল করা হয়েছে।
