মালদহ নিউজ ডেস্ক: সারা বিশ্ব জুড়ে করোনায় আতঙ্কিত। দেশব্যাপী জুড়ে চলছে লকডাউন। বিশ্ব মহামারী পরিস্থিতিতে সারা দেশের মানুষ রয়েছেন ঘরবন্দী। লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গ্রামের মানুষেরা বেশিরভাগই দিন মজুর,দিন আনি দিন খাওয়া সহ কৃষিকাজের উপর নির্ভরশীল। ঘরবন্দী অবস্থায় এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সাহায্যে পিছিয়ে নেই মালদহ জেলার হবিবপুর ব্লক। এই আদিবাসী অধ্যুষিত এলাকায় অনেকেই রয়েছে দিনমজুর ।

মহামারী পরিস্থিতিতে হবিবপুর ব্লকের ১১০ জন ভিআরপি কর্মী গ্রামের সাধারণ মানুষদের কথা ভেবে তাদের নিজেদের একদিনের বেতনের টাকা তুলে দিলেন হবিবপুর ব্লকের যুগ্ম বিডিওর হাতে। ভিআরপি কর্মী সুবীর চৌধুরী বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষদের খাবারের সমস্যা হচ্ছে। তাই আমরা হবিবপুর ব্লকের ১১০ জন ভিআরপি কর্মী নিজেদের একদিনের বেতন ব্লক প্রশাসনের হাতে তুলে দিয়েছি । তথ্য সুমিত্রা গৌড় — প্রেস এজেন্সি ।