মালদহ নিউজ ডেস্ক: বর্ষায় নিকাশি নালার ভেঙে গিয়েছিল। সেটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নালাগোলা উত্তর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দাদের। বেহাল নিকাশির কারণে প্রতিদিন নালাগোলা মালদহ রাজ্য সড়কের ওপর জল দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কের বেশিরভাগ অংশ ভেঙেচুরে গিয়েছে। এর ফলে এলাকায় অল্প বৃষ্টি হলে ডুবে যাচ্ছে। বেশকিছু দোকানে জল ঢুকে ব্যাবসা মার খাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। এনিয়ে অনেকে পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। দোকান ব্যবসায়ীদের অভিযোগ, সংশ্লিষ্ট পঞ্চায়েত কোনও উদ্যোগ না নেওয়ায় নিকাশি নিয়ে সুষ্ঠু পরিকল্পনা গড়ে তোলা হয়নি। যদিও পঞ্চায়েতের তরফে এমনই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য, উন্নত পরিকল্পনার নিকাশি নালার তৈরীর প্রস্তাব জেলায় পাঠানো আছে। স্থানীয় দোকান ব্যবসায়ীরা বলেন, বৃষ্টি হলেই জল দোকান ঘরে ঢুকে যায়। তাতে চরম অসুবিধা পোহাতে হয়। লিখিতভাবে পঞ্চায়েতে জানালেও তারা কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বাসিন্দারা বলেন, পঞ্চায়েতের হেলদোল না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। – প্রেস এজেন্সি।
