Home অপরাধ বিয়ের আলতা তখনও ছিল পায়ে , বধূর অস্বাভাবিক মৃত্যুতে বাকরুদ্ধ গ্রাম

বিয়ের আলতা তখনও ছিল পায়ে , বধূর অস্বাভাবিক মৃত্যুতে বাকরুদ্ধ গ্রাম

6 second read
0
334

প্রেস এজেন্সি  ডেস্ক: নববধূর বিয়ের আলতা পায়ে   তখনো মোছেনি। বরং গাঢ় লাল হয়ে গিয়েছিল। নূপুরের শব্দ থামতেই  আনন্দের বিয়েবাড়ি বিষাদের সুর নেমে এল। পরিবারের লোকেরা যখন জানতে পারল মেয়ের দেহ ঝুলছে ঘরে তখনই সব শেষ। বিয়ের একদিন পরেই এক নববধূর অস্বাভাবিক  মৃত্যুতে   বাকরুদ্ধ হয়ে পড়েছে বামনগোলার সাপমারি গ্রাম। কেন মৃত্যু কেউ জানেন না।  তাতেই রহস্য দানা বাঁধছে। একসময়ের বিয়ে আনন্দে মাতোয়ারা ওই বিয়েবাড়ি এখন কান্নার রোল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলের বাড়িতেই আসামের  এক বাসিন্দা  বাবা মেয়েকে নিয়ে এসে বিয়ে দেয়। বিয়ে হয়ে যাওয়ার পরেই দিনে ওই নববধূর মৃত্যু হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।  কেন মৃত্যু হলে হল জানে না। ছেলেও বাবার বাড়ির পরিবারের লোকেরা এনিয়ে মুখ খুলতে চাননি।গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। যদিও এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। 

Load More Related Articles
Load More By Press Agency
Load More In অপরাধ

Leave a Reply

Check Also

ঈদের সকালে মহানন্দায় তলিয়ে গেল যুবক

প্রেস এজেন্সি ডেস্ক: ঈদের সকালে পুরাতন মালদহের মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল য…