
প্রেস এজেন্সি ডেস্ক: কংগ্রেস সিপিএম কখনই রাজ্যের দুশো চুরানব্বই টি আসনে লড়াই করতে পারবে না। আরেকটি দল বিজেপির বি টিম হয়ে কাজ করছে। মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে তাঁরা বড় বড় কথা বলছে। তাদেরও লড়াই করার ক্ষমতা নাই। কিন্তু ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে বি টিম। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে গিয়ে কার্যত বি টিম নিয়েই সরব হন তৃণমূলনেত্রী। মিম সহ বেশকিছু দল মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে জাল বুনছে বলে মত অনেকের। এদিন মৌসম বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করে চলেছেন। তার উন্নয়নের ধারা অব্যাহত। আগামী দিনে তার নেতৃত্বেই রাজ্যে ফের উন্নয়ন ধারা বইতে থাকবে। আজ যারা বড় বড় কথা বলছেন তাঁরা কেউই মানুষের পাশে থাকবে না। এদিন হরিশ্চন্দ্রপুরের যোগদান কর্মসূচিতে কংগ্রেসের কিছু নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জেলা তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
