মালদহ নিউজ ডেস্ক: পাড়ার মুখে লকডাউন লিখে পোস্টার ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা । এমন ঘটনা বিভিন্ন এলাকায় সচরাচর দেখা মিললেও এই ঘটনায় রীতিমতো পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা । ফলে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের কানতি পাড়ায় বহিরাগতরা প্রবেশ করতে পারছেন না । এতে গ্রামবাসীরা স্বস্তিতে রয়েছেন। গ্রাম পাহারায় একজন করে ব্যারিকেডের কাছে থাকছেন। অপরিচিত অথবা ভিন্ন এরাকা থেকে আসা কোন ও ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে তাদের নজরদারী রয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, এই গ্রামের বহু মানুষ কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। তারা যাতে গ্রামে প্রবেশ করতে না পারে তাই এই ব্যবস্থা করেছেন। প্রশাসনের নির্দেশমতো গ্রামে প্রবেশের আগে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে। করোনা নিয়ে সচেতন করার জন্যই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। বাসিন্দাদের বক্তব্য, এই মারণ ভাইরাস যাতে না ছড়ায় এবং প্রত্যেক গ্রামবাসীরা সুস্থ থাকেন,তাই তারা এই উদ্যোগ নিয়েছেন । তথ্য – সুমিত্রা গৌড় । —– প্রেস এজেন্সি ।