মালদহ নিউজ ডেস্ক : লকডাউনের ফাঁকা রাস্তায় খোদ জেলা সদরের রথবাড়িতে বেপরোয়া মারুতির ধাক্কায় টোটো চালকসহ দুইজন জখম হয়েছেন । আহতদের মধ্যে একজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই মহিলা টোটো চালকের স্ত্রী । রথবাড়ি থেকে দোকানের বাজার করে ফেরার পথে দুর্ঘটনা ঘটে । বেপরোয়া ওই মারুতিটি টোটো কে মেরে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় মারুতিটি। দুর্ঘটনাগ্রস্ত ও ওই গাড়িতে এডভোকেটের স্টিকার লাগানো ছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এডভোকেটের স্টিকার লাগানো গাড়িটি মহিলা চালক ছিলেন ।

ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে মালদহের এক চিত্র সাংবাদিককে হেনস্থা হতে হয় বলে অভিযোগ। গাড়ির চালক পক্ষ সাংবাদিকের প্রশ্নের উত্তরে ক্ষিপ্ত হয়ে ওঠেন । যদিও এই দুর্ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । লকডাউনের রাস্তায় এডভোকেটের স্টিকার লাগানো ওই গাড়িতে মহিলা চালক যদি থাকেন তাহলে তার গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে কি-না সে বিষয়ে প্রশ্ন উঠছে । দুর্ঘটনা গ্রস্থ ওই গাড়ি পুলিশ আটক করেছে। শহরের গয়েশ পুরের বাসিন্দা টোটো চালক রিপন রায় বলেন, স্বামী-স্ত্রী বাজার করে বাড়ি ফিরছিলাম । সে সময়ই গাড়িটি বেপরোয়াভাবে এসে ধাক্কা মেরে দেয় আমার স্ত্রী জখম হয়েছেন । ইংলিশবাজার থানার পুলিশ জানিয়েছে ,একটি দুর্ঘটনা ঘটেছে। — প্রেস এজেন্সি ।