মালদহ নিউজ ডেস্ক: প্রেম প্রত্যাখ্যানে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহের আদিবাসী অধ্যুষিত গ্রাম ভাবুকে। ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। এনিয়ে রবিবার মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রেমিকের খোঁজ শুরু করে দিয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর সাথে স্থানীয় এক যুবকের প্রেম ছিল । দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও বিয়ে করতে রাজি হচ্ছিলেন না অভিযুক্ত প্রেমিক। তারপরেই সম্পর্কের চিড় ধরে। প্রেমিক প্রেমিকার সম্পর্কে টানাপোড়েনের জেরে শনিবার কীটনাশক খেয়ে নেই ওই কিশোরী বলে অভিযোগ।
ঘটনা প্রকাশ্যে আসতেই ওই কিশোরীকে মুমূর্ষ অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এলাকা সূত্রে জানা গিয়েছে, সম্পর্কের দাবি রেখে প্রেমিকা কীটনাশক হাতে নিয়ে প্রস্তাব রাখছিল প্রেমিক না মানায় এই ভয়ঙ্কর পরিনতি হয়। এদিন মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। কিশোরীর পরিবারের বক্তব্য , বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়াই এধরনের দুর্ঘটনা ঘটেছে। মালদহ থানা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। মালদহ থানার আইসি শান্তি নাথ পাঁজা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। — প্রেস এজেন্সি ।