
প্রেস এজেন্সি ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধর্ষণে অভিযুক্ত আসারামের সাথে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মালদহের হরিশ্চন্দ্রপুরে স্থানীয় স্তরে এক তৃণমূল নেতা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার আপলোড করছেন। তাতে প্রধানমন্ত্রী এবং আসারামের সাথে তুলনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, প্রথমে ছবিতে মোদিকে রবীন্দ্রনাথের মতো দেখিয়েছেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, আসারামের পাশেই মোদির ছবি সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ”চেষ্টা করেছিল কবিগুরুকে নকল করতে ,হয়ে গেল …. বাবা আসারামের মতো ” ওই তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। পোষ্টের পর সেটি ডিলিট করে দে ওয়া হয়। যদিও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব বলে দাবি। গোটা ঘটনাই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে । যদিও তৃণমূল নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। নির্বাচনী বিধি লাগু সময় এ ধরনের পোস্ট কতটা সংবেদনশীল তা মেনে নিচ্ছেন তৃণমূল নেতারা। যদিও এ নিয়ে প্রশাসনের কর্তারা মুখ খুলতে চাননি।
