
প্রেস এজেন্সি ডেস্ক: মালদহ বিধানসভার ত্রিশ নম্বর জেলা পরিষদ এলাকায় বস্ত্র বিতরণের মধ্য দিয়ে পরাক্রম দিবস পালন করল বিজেপি। বিজেপি নেতা নিতাই মণ্ডলের উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তীতে এ দিনটিকে মহাসমারোহে পালন করা হয়। মুচিয়া মোহনবাগান স্ট্যান্ডের ওপর এই কর্মসূচি উদযাপন হয়। সেখানে পাঁচশ দুস্থদের হাতে কম্বল ও গরম পোশাক তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মালদহ বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল, মালদহ বিধানসভার কনভেনার উজ্জ্বল দত্ত, জেলা এসসি মোর্চার সভাপতি রামকৃষ্ণ সরকার, জেলা বিজেপি নেতা তাপস গুপ্ত প্রমুখ। এদিন নেতারা বক্তব্যের মধ্য দিয়ে নেতাজির দেশপ্রেম ভাবনা এলাকাবাসীদের কাছে ছড়িয়ে দেন । বিজেপি নেতা গোবিন্দ মণ্ডল বলেন,পরাক্রমী বীর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান কেউ ভুলবে না।
