মালদহ নিউজ ডেস্ক: পুরাতন মালদহ শহরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে পানীয় পরিষেবা ব্যাহত হয়েছে। যে কারণে রবিবার সকাল থেকে ওয়ার্ডের বাসিন্দারা পানীয়জল পাননি। আগামী সোমবার পর্যন্ত এই জল যন্ত্রণা থাকবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এদিন দুপুরের পর থেকে শহরজুড়ে জল কষ্ট শুরু হয়। বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা সময়মতো জল না পেয়ে দুর্ভোগ পোহান। পুরসভার জলের আশায় থেকে অনেকে পানীয় জল না পেয়ে টিউবয়েলের জল দিয়ে কাজ চালিয়েছেন। পুরসভার কুড়িটি ওয়ার্ডে একমাত্র লালাবাগ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পানীয় জল পরিষেবা দেওয়া হয়। সকাল-বিকেল -রাত্রি তিনবেলা বাসিন্দারা পরিস্রুত পানীয় জল পেয়ে থাকেন। যদিও এদিন পুরোপুরি পরিষেবা মুখথুবড়ে পড়েছে। আগামী সোমবারের মধ্যে পরিষেবা সচল না হলে শহর জুড়ে জলের হাহাকার পরিস্থিতি তৈরি হবে। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জল উৎপাদনের সময় ট্রান্সফরমার বিকল হয়ে যায়। পুরসভার বিকল্প কোন ব্যবস্থা না থাকায় পানীয় জল উৎপাদন করা সম্ভব হয়নি। যে কারণে শহরের ওয়ার্ডগুলোতে পরিষেবা ব্যাহত হয়েছে। ট্রিটমেন্ট প্লান্টের যান্ত্রিক ক্রটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। — প্রেস এজেন্সি।
