
প্রেস এজেন্সি ডেস্ক: সোমবার পুরাতন মালদহ ত্রিশ জেডপির উদ্যোগে আর নয় অন্যায় কর্মসূচি হয় দক্ষিণ ভাটায়। সেখানে ব্যাপক সাড়া পান বিজেপির নেতারা। দুপুরে আদিবাসীরা এই কর্মসূচি ঘিরে মেতে ওঠেন। আদিবাসী সংস্কৃতিতে নৃত্য পরিবেশন অনুষ্ঠান হয়। সেখানে হাজির হন উত্তর মালদহ লোকসভা সাংসদ খগেন মুর্মু। বিজেপি নেতা নিতাই মণ্ডল সহ অনেকে। বিজেপি নেতা নিতাই মন্ডল বলেন,আর নয় অন্যায় কর্মসূচি প্রতিটি শক্তিকেন্দ্রে চলছে। এ নিয়ে আমরা প্রতিদিন পথসভা করছি। সেখানে তৃণমূল সরকারের অপশাসন নিয়ে মানুষকে অবগত করা হচ্ছে। আগামী দিনে সোনার বাংলা গড়তে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি। স্থানীয়রা তাতে ভালো সাড়া দিচ্ছেন।
